ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার আবেদন শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, নভেম্বর ২৭, ২০১৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (নিয়মিত) ও ২০১৪ সালের (অনিয়মিত-মানোন্নায়ন) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হয়েছে।

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (নিয়মিত) ও ২০১৪ সালের (অনিয়মিত-মানোন্নায়ন) পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এমএ, এমএসএস, এমবিএ, এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ রোববার থেকে শুরু হয়েছে। যা আগামী ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।

ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.nu.edu.bd/mf) থেকে জানা যাবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জিপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।