ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ তে সব ক’টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০১৭ তে সব ক’টি পদে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা জয়ী হয়েছেন।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রহমত উল্যাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ সমর্থিত নীলদল, বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল ও বাম সমর্থিত গোলাপী দল। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে ভোট পড়ে ১ হাজার ৫০২। বাতিল হয় ২৬টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৪৭৬।

সভাপতি পদে নীল দলের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রার্থী সাদা দলের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম পান ৩৫৯ ভোট ও গোলাপী দলের প্রার্থী অধ্যাপক এম এম আকাশ পান ১৭৩ ভোট।

সহ-সভাপতি পদে নীল দলের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাদা দলের অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম ৪৫৪ ভোট ও গোলাপী দলের অধ্যাপক ড. নেহাল করিম ১৫২ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে নীল দলের অধ্যাপক ড. আব্দুস ছামাদ ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ৪৬৭ ভোট ও গোলাপী দলের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন ১২০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে নীল দলের অধ্যাপক ড. রহমত উল্লাহ ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাদা দলের প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান পান ৫৮৮ ভোট ও গোলাপী দলের শেখ হাফিজুর রহমান পেয়েছেন ১০২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে নীল দলের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া ৮৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর সাদা দলের অধ্যাপক ড. গোলাম রাব্বানী পান ৩৮০ ভোট। গোলাপী দলের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া ১২০ ভোট পান।
 
সদস্য পদে নির্বাচিত হলেন যারা
অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (৯৯৭) , ড. ইমদাদুল হক (৭৭৬), অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (৮১৪), অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া (৮৮৩), অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী (৭৪৭), অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (৬৮৫), অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী (৭৯৭), অধ্যাপক ড. আফতাব আলী শেখ (৯৫৭), অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া (৭৮৪), সহযোগী অধ্যাপক মিসেস লাফিফা জামাল (৭৯৯)।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।