ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতাল সফল করতে ছাত্রজোটের কর্মসূচি

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
হরতাল সফল করতে ছাত্রজোটের কর্মসূচি জাতীয় কমিটি আহুতের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুন্দরবন রক্ষার দাবিতে জাতীয় কমিটি আহুত ২৬ জানুয়ারির (বৃহস্পতিবার) হরতাল সফল করতে কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে জোটের সমন্বয়ক ইকবাল কবির লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, রামপালে সরকারের পক্ষ থেকে সুপার টেকনোলজি ব্যবহারের কথা বলা হলেও বিশেষজ্ঞদের কথা অনুযায়ী সেখানে সুপার টেকনোলজি কাজে আসবে না।

২৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬টায় টিএসসি’তে হরতাল সফল করতে মশাল মিছিল করার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার, সাধারণ সম্পাদক জিলানী শুভ, ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ইভা মজুমদার, ছাত্র ইউনিয়ন ঢাবি সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এসকেবি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।