ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আজিজুল হক কলেজে দিনব্যাপী বসন্ত উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
আজিজুল হক কলেজে দিনব্যাপী বসন্ত উৎসব আজিজুল হক কলেজে দিনব্যাপী বসন্ত উৎসব/ছবি-আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় কলেজ থিয়েটারের যুগপূর্তি উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি পুরো ক্যাম্পাস ঘুরে আবার মুক্তমঞ্চে ফিরে আসে।

পরে হয় গান, কবিতা আবৃত্তি, নৃত্য, ফিউশন বাউল ও নাটক।

এতে কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস-উল-আলম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল, অধ্যাপক রেজাউন নবী, অধ্যাপক ড. মীর ত্বাইব মামুন, কলেজ থিয়েটার আজিজুল হক শাখার সভাপতি আমজাদ হোসেন শোভান, সাধারণ সম্পাদক তপন কুমার পাটোয়ারী, সিজুল ইসলামসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

এছাড়া প্রতিযোগিতার মাধ্যমে সেরা তিনজন বসন্ত-বাসন্তী নির্বাচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।