ঢাকা: যদি সত্যি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয় এবং কেউ ক্ষতিগ্রস্ত বা লাভবান হন তাহলে গণিত পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার (১৩ ফেব্রুংয়ারি) সন্ধ্যার পর বাংলানিউজকে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস এড়াতে নানা রকমের পদক্ষেপ নিয়েছি।
তদন্ত চলছে, যদি প্রমাণ হয় তাহলে গণিত পরীক্ষা বাতিল করে দেবো। পরীক্ষার কমপক্ষে দু’ঘণ্টা আগে প্রশ্ন পাঠাতে হয়। এরপরও যদি কোনো শিক্ষক এ কাজ করেন, তখন কিছু করার থাকে না।
পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে বলেও দাবি করেন মন্ত্রী।
এসএসসিতে ১২ ফেব্রুয়ারি (রোববার) গণিত পরীক্ষার ৩০ মিনিট আগে প্রশ্ন পাওয়া যায়। এর আগে সামাজিক বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/জিপি/এএ
** পরীক্ষার আগে হাতে হাতে প্রশ্ন, ফাঁস বলছে না বোর্ড!
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।