বুধবার (০১ মার্চ) দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনা মীমাংসার জন্য প্রভোস্ট, সহকারী প্রভোস্ট কিংবা প্রক্টরিয়াল কমিটির কেউ ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে প্রভোস্ট শাহেদুল হোসেন জানান, আমাকে কেউ এ ঘটনা জানায়নি, অনেক রাতে ছাত্রনেতাদের সঙ্গে কথা হয়েছে।
পরক্ষণেই তিনি দাবি করেন, দু’জন সহকারী প্রক্টর শাহপরান হলে গিয়েছিলেন, তবে সংঘর্ষের বিষয়টি সমাধানের পর। যদিও রাত দেড়টা পর্যন্ত হলে প্রশাসনের কাউকে দেখা যায়নি বলে জানান শাহপরান হলের বাসিন্দারা।
এদিকে আহতরা রাত ১টার দিকে ব্যক্তিগতভাবে ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। কিন্তু এ বিষয়ে প্রভোস্ট বলেন, তিনি তাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
বিএস