রোববার (১২ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যপক নাসিম আখতার হোসাইন বলেন, স্থাপনার নামে প্রকৃতিবান্ধব শিক্ষার পরিবেশ নষ্ট করার কোনো অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।
এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, সাবেক ডিন সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, অধ্যাপক মো. শামছুল আলম সেলিম, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আইএ