ইবি: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ২৩৩ তম সিন্ডিকেট সভায় প্রশ্ন ফাঁসের দায়ে ‘এফ’ ইউনিটে ভর্তি হওয়া ১০০ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৮৮ জনের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যায়ল সিন্ডিকেটের এই সিদ্ধান্ত গত সোমবার স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারেও নির্দেশ দেন হাইকোর্ট।
এ পরীক্ষায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত ‘এফ’ ইউনিটে ২৯৪৪ জন আবেদনকারী ভর্তিচ্ছুক প্রত্যেকেই অংশ নিতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd এ পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।