বৃহস্পতিবার (১৬ মার্চ) সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজন এবং সাধারণ সম্পাদক শরীফুল কবীর শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সংবাদকর্মীর ওপর হামলা অত্যন্ত দুঃখজনক।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দ্রুত এই ঘটনার ইন্ধনদাতা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত ১৩ মার্চ (সোমবার) ‘বিজয় একাত্তর’ হলে সংবাদ সংগ্রহ শেষে রাত ৩টার দিকে নিজ কক্ষে ফেরার সময় কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী মুখে কাপড় বেঁধে এসে ওই সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে ওই সাংবাদিক গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জিপি/জেএম