বুধবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয়ে তিনি এ পদে যোগদান করেন।
এর আগে ২১ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী তাকে এ পদে নিয়োগ দেন।
নাসিমুজ্জামানের আগে এ পদে দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মামুন আল রশীদ।
মামুন আল রশীদের মেয়াদ গত বছরের ৫ ডিসেম্বর শেষ হয়ে যাওয়ায় নাসিমুজ্জামানকে এ পদে আগামী এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
নাসিমুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘আমাকে যে দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে আমি যথাযথভাবে তা পালনের চেষ্টা করবো। ’
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/আরআই