লোগো
ঢাকা: দেশে প্রথমবারের মতো গণহত্যা দিবস পালন উপলক্ষে আগামী ২৫ মার্চ (শনিবার) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বক্তব্য রাখবেন- দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। গণহত্যা দিবস স্মরণে ওইদিন জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।