ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনডিএফ’র নতুন কমিটির চেয়ারম্যান শোয়েব, মহাসচিব সোহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এনডিএফ’র নতুন কমিটির চেয়ারম্যান শোয়েব, মহাসচিব সোহান এ কে এম শোয়েব ও সোহানূর রহমান সোহান, ছবি: সংগৃহীত

ঢাকা: বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন দলের সদস্য এ কে এম শোয়েব এবং মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ইবনে সিনা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি সোহানূর রহমান সোহান।

কমিটিতে মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ডিরেক্টর মো. আনিসুর রহমান।

২০৭ সদস্য বিশিষ্ট কমিটিতে মডারেট হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও জাতীয় টেলিভিশন বিতর্ক দলের সদস্য উত্তম রায়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।