রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার মোট ১ লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। গত বছর ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বাংলানিউজকে জানান, যতো সময় যাচ্ছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ছে। এতে ঝরে পড়ার হার কমছে। আর শিক্ষাবোর্ডের মনিটরিংয়ের কারণে পাসের হারও বাড়ছে।
তিনি জানান, রাজশাহী বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় এবার ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন, জিপিএ উন্নয়ন ১ হাজার ১১৪ জন ও প্রাইভেট পরীক্ষার্থী রয়েছে ১৬০ জন।
এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৩৩ হাজার ৮৩৬, মানবিক থেকে ৬৮ হাজার ৫৪৮ এবং বাণিজ্য বিভাগ থেকে ২১ হাজার ২৩২ জন অংশ নিবে। রাজশাহী শিক্ষা বোর্ডের মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে ২ এপ্রিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সব কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসএস/এসএইচ