কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড পাঠানো অফিসিয়াল পত্রে মন্ত্রীকে তা অবহিত করা হয়েছে বলে বুধবার (১২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১০ সদস্যবিশিষ্ট সিওএল বোর্ডের মেয়াদ তিন বছর।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং ক্যারিবিয়ান ও প্যাসিফিক অঞ্চলের চারটি দেশ থেকে চারজন এবং সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী ছয়টি দেশ থেকে ছয়জন নিয়ে সিওএল বোর্ড গঠিত। বর্তমান সর্বাধিক আর্থিক অনুদান প্রদানকারী দেশগুলো হলো- কানাডা, ভারত, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, দাক্ষিণ আফ্রিকা ও যুক্তরাজ্য।
সিওএল ১৯৮৮ সালে গঠিত হয়েছে।
শিক্ষামন্ত্রী নাহিদ বর্তমানে বিশ্বের সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত নয়টি দেশের ই-৯ ফোরামের চেয়ারপারসন এবং ইউনেস্কোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমআইএইচ/জেডএস