ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগৈলঝাড়ায় সহপাঠীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
আগৈলঝাড়ায় সহপাঠীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ আগৈলঝাড়ায় সহপাঠীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সহপাঠীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ এপ্রিল) উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকালে তারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শিক্ষার্থীরা জানায়, প্রহসনের একটি মামলায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী শুভ হাওলাদার ও গৈলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মেশকাত শিকদারকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। এ দুই শিক্ষার্থী মুক্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্কুল থেকে ফেরার পথে শুভ হাওলাদার ও তার সহযোগী উত্তর শিহিপাশা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম রিন্টুকে মারধর করে। এ সময় রিন্টুর স্বজনরা ধাওয়া দিয়ে শুভ হাওলাদার ও মেশকাত শিকদারকে আটক করে পুলিশ সোর্পদ করে।

আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, এ মারধরের ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে শুভ, মেশকাতসহ পাঁচ জনকে আসামী করে মঙ্গলবার থানায় মামলা করেন। ওই মামলায় শুভ ও মেশকাতকে বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএস/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।