বুধবার (১২ এপ্রিল) উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।
বিক্ষোভ চলাকালে তারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
শিক্ষার্থীরা জানায়, প্রহসনের একটি মামলায় গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী শুভ হাওলাদার ও গৈলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মেশকাত শিকদারকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। এ দুই শিক্ষার্থী মুক্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্কুল থেকে ফেরার পথে শুভ হাওলাদার ও তার সহযোগী উত্তর শিহিপাশা গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম রিন্টুকে মারধর করে। এ সময় রিন্টুর স্বজনরা ধাওয়া দিয়ে শুভ হাওলাদার ও মেশকাত শিকদারকে আটক করে পুলিশ সোর্পদ করে।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাংলানিউজকে জানান, এ মারধরের ঘটনায় হাফিজুর রহমান বাদী হয়ে শুভ, মেশকাতসহ পাঁচ জনকে আসামী করে মঙ্গলবার থানায় মামলা করেন। ওই মামলায় শুভ ও মেশকাতকে বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমএস/আরআইএস/টিআই