ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চৈত্র সংক্রান্তিতে ঢাবিতে ঘুড়ি র‌্যালি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
চৈত্র সংক্রান্তিতে ঢাবিতে ঘুড়ি র‌্যালি ঢাবিতে ঘুড়ি ৠালি- ছবি- রানা

ঢাকা বিশ্ববিদ্যালয়: চৈত্র সংক্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঘুড়ি র‌্যালি করেছে ‘ঢাকাবাসী’ সংগঠন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় আয়োজিত র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়। ৠালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ফের টিএসসি এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বেসামরিক পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

পর্যটনমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ ১৪২৪ শুধু উৎসবের নববর্ষ নয়, এবারের পহেলা বৈশাখ হোক প্রতিরোধের নবর্বষ। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার মানুষ একতাবদ্ধ হওয়ার নবর্বষ। ঘুড়ি ৠালিদেশে জঙ্গি হামলার পাশাপাশি এখন প্রকাশ্যে ধর্ম নিয়ে টানাটানি শুরু হয়েছে বলেও মন্তব্য করেন মেনন।

ঢাকাবাসী’র সভাপতি মো. শকুর সালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।  

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবির, ২৩ নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।