ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব দাফতরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সাল-তারিখ ব্যবহার বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, মহান ভাষা আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সব দাফতরিক কাজে বাংলা ঐতিহ্যের অনন্য বাহক বাংলা সাল ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এসকেবি/এএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।