ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অটোরিকশার দখলে টাঙ্গাইল গণগ্রন্থাগারের প্রধান ফটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
অটোরিকশার দখলে টাঙ্গাইল গণগ্রন্থাগারের প্রধান ফটক অটোরিকশার দখলে গণগ্রন্থাগারের প্রধান ফটক-ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র শামছুল হক তোরণের পাশেই স্থাপিত জেলা সরকারি গণগ্রন্থাগার। সপ্তাহে দু'দিন বন্ধ রাখা হয় এ গণগ্রন্থাগারটি।

বৃহস্পতিবার ও শুক্রবার ছাড়া শনিবার থেকে বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা হয় গণগ্রন্থাগারটি। তবে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড ও শ্রমিকদের দখলে থাকে গণগ্রন্থাগারের প্রধান ফটকটি।

অনেক সময় প্রধান ফটকের সামনে অটোরিকশা থাকায় সাধারণ পাঠাকদের প্রন্থাগারের ভেতরে ঢুকতে অসুবিধায় পড়তে হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, জেলা সরকারি গণগ্রন্থাগারের প্রধান ফটকে তালা ঝুলানো। সামনেই বেঞ্চ পেতে বসে রয়েছেন কয়েকজন অটোরিকশা শ্রমিক। গণগ্রন্থাগারে তালা-ছবি: বাংলানিউজতারা বাংলানিউজকে বলেন, অনেক আগ থেকেই তাদের অটোরিকশার স্ট্যান্ড এটি। আর সুবিধামতো কোনো জায়গা না থাকায় প্রধান ফটকের সামনেই এগুলো রাখা হয়।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বাংলানিউজকে বলেন, প্রধান ফটকের সামনে অটোরিকশাগুলো রাখার কারণে গ্রন্থাগারের ভেতরে যেতে মাঝে মধ্যে অসুবিধায় পড়তে হয়। এ কারণে দিন দিন এ গ্রন্থাগারে আগের তুলনায় পাঠকের আনা-গোনা কমে যাচ্ছে। তাই দ্রুত প্রধান ফটকের সামনে থেকে অটোরিকশা স্ট্যান্ড সরানোর জন্য কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া উচিত।

আরও খবর...
** ‘জনবল ও অর্থ সংকটে’ বাংলা একাডেমি গ্রন্থাগার
** খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের দুর্দশা চরমে
** ময়মনসিংহের আলোর পাঠশালায় দু’দিন তালা!
** বরিশাল গণগ্রন্থাগারের সেমিনার কক্ষও বেহাল!
** গরুর অভ্যর্থনা মৌলভীবাজার গণগ্রন্থাগারে!
** ফেনীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জম্পেশ আড্ডা
** মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার কুকুরের বিচরণক্ষেত্র!
** সপ্তাহে ৩ দিনই ছুটি দিনাজপুর পাবলিক লাইব্রেরিতে!‍
** কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির হালচাল
** পাঠকের খোরাক সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে
** ‘পাঠাগার নয়, কোচিং সেন্টার প্রিয় অভিভাবকদের’
** বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া এখন সামাজিক আন্দোলনও
** ৯ লাখ বইয়ের পাঠক ১০ জন

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।