তারা হলেন- দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম বাংলানিউজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট নুর আলম হিমেল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি বেলাল হোসাইন রাহাত ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মো. দিদারুল হক।
রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বর্ষসেরা এ তিন সাংবাদিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি তুলে দেন।
‘জাবিতে ভতিচ্ছুদের সর্বনাশ করছে ‘সংশপ্তক’ গাইড’ শিরোনামের নিউজটির জন্য বাংলানিউজের প্রতিনিধিকে বর্ষসেরা পুরস্কার দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের জমাকৃত রিপোর্টগুলো বাংলাদেশের তিনজন প্রথিতযশা সাংবাদিক যাচাই-বাছাই করেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
বিএস