ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে জিপিএ বাড়লেও পাস কমেছে ৪ দশমিক ২৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
সিলেটে জিপিএ বাড়লেও পাস কমেছে ৪ দশমিক ২৮ শতাংশ

সিলেট: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের সূচক আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। এবার পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ। ২০১৬ সাল থেকে এবার পাসের হার ৪ দশমিক ৫১ শতাংশ কম। ওই বছর পাসের হার ছিলো ৮৪ দশমিক ৭৭ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ।

এসময় তিনি বলেন, গণিত, আইসিটি ও শারীরিক শিক্ষা বিষয়ে ফেলের কারণে এবার পরীক্ষার সার্বিক ফলাফলে পাসের সূচক কিছুটা কমে গেছে।

তবে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৬৩ জন। ২০১৬ সালের তুলনায় ৩৯৭টি বেশি। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ২৬৬ জন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৪ হাজার ৪শ’ ৫৭ জন ছাত্র ও ছাত্রী ৫ হাজার ৭শ’ ৯৮ জন।

তাছাড়া জেলা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে রয়েছে সিলেট। সিলেটে ১ হাজার ৪২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ছাত্র ৭৯৩ ও ছাত্রী ৬২৮ জন।

জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ডের অধীনে চার জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মৌলভীবাজার। এই জেলায় ৫৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছাত্র ২৮৩ ও ছাত্রী ৩১০ জন। হবিগঞ্জে ৪০৩ জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে ছাত্র ২১৯ জন এবং ছাত্রী ১৮৪ জন। সুনামগঞ্জে ২৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১৩২ এবং ছাত্রী ১১৪ জন।     

বোর্ডের অধীনে এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) ৮১২ প্রতিষ্ঠানের ৯৪ হাজার ১শ’ ৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৩৭টি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এনইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।