এদিকে, দাখিল পরীক্ষায় পাসের হার শতকরা ৯৬ দশমিক ৯। উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯৭ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহান বাংলানিউজকে জানান, মোট প্রাপ্ত জিপিএ-৫ এর সংখ্যা এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। শতভাগ শিক্ষার্থী পাস করে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে গোয়ালখালী উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস করা মাদ্রাসাগুলো হচ্ছে- কলাতিয়া মাদ্রাসা,আব্দুল কাইয়ুম দাখিল মাদ্রাসা, জাজিরা আম্মানিয়া মাদ্রাসা।
তিনি আরও বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সর্বাধিক ১৩টি জিপিএ-৫ পেয়েছে শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি