ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নাটোর জেলায় শীর্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৪, ২০১৭
নাটোর জেলায় শীর্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয়

নাটোর: এসএসসি পরীক্ষার ফলাফলে এ বছর নাটোর জেলায় শীর্ষস্থান অধিকার করেছে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাশ করেছে।

বৃহস্পতিবার (৪ মে) প্রকাশিত ফলাফলে জানা যায়, এই প্রতিষ্ঠান থেকে জিপি-৫ পেয়েছে ১৩৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৩৩ জন এবং মানবিক বিভাগের দুইজন রয়েছে।


 
নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বাংলানিউজকে জানান, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পাঠানো ফলাফলের কাগজের গাড়িটি ভুল করে সিরাজগঞ্জ চলে যায়। এজন্য ফলাফলের কাগজ পেতে বিকেল পৌনে ৫টা বেজে গেছে। তবে সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-শিক্ষার্থীরা আগেই ওয়েব সাইট থেকে রেজাল্ট সংগ্রহ করেছে।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।