নাম প্রকাশে অনিচ্ছুক রেজিস্ট্রার দফতরের এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এসেছেন। এখন তিনি তার ইচ্ছেমতো রেজিস্ট্রার রাখতে পারেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
২০১৩ সালের ৭ সেপ্টেম্বর রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্ব দেন তৎকালীন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন বাংলানিউজকে বলেন, রেজিস্ট্রার স্যার দফতরে এসে পদত্যাগপত্র দিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে চলে গেছেন।
রোববার (৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য হিসেবে নিয়োগ পান ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এম আব্দুস সোবহান।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসআই