সোমবার (১৫ মে) দুপুর ১টায় প্রগতিশীল শিক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত ২৯ এপ্রিল রাতে বেশ কয়েক দফায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শাবি’র প্রধান ফটকের নামফলক খুলে যায়। অনেকদিন ধরে শিক্ষার্থীরা স্থায়ী নামফলক নির্মাণের দাবি জানালেও এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
জিপি/জেডএস