ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফল বিপর্যয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের ৯৩০ স্কুলকে নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ফল বিপর্যয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের ৯৩০ স্কুলকে নোটিশ কুমিল্লা শিক্ষা বোর্ড

কুমিল্লা: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি জেলার ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

ইলিয়াস উদ্দিন বলেন, বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এসএসসিতে খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাতদিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

সেই সঙ্গে ফলাফল বিপর্যয় থেকে উত্তরণের উপায় কী হতে পারে সে বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে।

বিগত পাঁচ বছরের মধ্যে এ বছরই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সবচেয়ে বড় ফল বিপর্যয় হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ০৩ শতাংশ।

২০১৭ সালে এসএসসিতে গড় পাসের হার ৮০.৩৫ শতাংশ।

বাংলদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।