বুধবার (২৪ মে) দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা বলেন, ফার্ম ও মেশিনারিজ বিভাগের ইনস্টাক্টর ফজলুল হকসহ কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে প্রায় সময় অশালীন আচরণ করে। এর প্রতিবাদ করলে পরীক্ষার উত্তরপত্রে নম্বর কম দেয়াসহ নানা ধরনের হুমকি দেয়া হয় শিক্ষার্থীদের।
টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার কথা নয়।
তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকরা খারাপ আচরণের কথা অস্বীকার করেছেন। খারাপ আচরণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/