আগামী ০৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত এ ছুটি চলবে বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে জানা গেছে।
এদিকে ছুটি শুরু হওয়ার আগ থেকেই ক্যাম্পাস ও আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও অফিসিয়াল কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে। দুইদিন সাপ্তাহিক ছুটির পর ১৮ জুন (রোববার) থেকে অফিসিয়াল ছুটি শুরু হবে।
অন্যদিকে ৬ জুলাই পর্যন্ত ছুটি ঘোষিত হলেও ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক ছুটির পর ০৯ জুলাই (রোববার) থেকেই মূলত বিশ্ববিদ্যালয়ের সবধরনের (একাডেমিক ও অফিসিয়াল) কার্যক্রম যথারীতি শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কত তারিখ পর্যন্ত খোলা রাখা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ছুটির মধ্যেও কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার ফাইনাল চলমান থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই হলগুলো খোলা রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ২৮, ২০১৭
জেডএস