ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন বাকৃবির ১৭ শিক্ষার্থী

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ৫, ২০১৭
ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন বাকৃবির ১৭ শিক্ষার্থী

বাকৃবি (ময়মনসিংহ): ইন্টার্নশিপে অংশ নিতে থাইল্যান্ড, জাপান ও নেপালে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ জন শিক্ষার্থী।

সোমবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে ‘বিদেশি ভেন্যুর ইন্টার্নশিপের উদ্বোধন’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

পশুপালন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা প্রতি বছরই ইন্টার্নশিপে অংশ নেন।

এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো তিনমাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন ওই অনুষদের ১৭ জন শিক্ষার্থী।

তাদের মধ্যে থাইল্যান্ডে ১০ জন, জাপানে দু’জন ও নেপালে পাঁচজন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিবেন।  

অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।