মঙ্গলবার (০৬ জুন) সন্ধ্যায় টিএসসিতে পথশিশুদের নতুন জামা, সেমাই ও ইফতার খাদ্য দেয় সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক তুফায়েল আহমদ বলেন, মূল লক্ষ্য হচ্ছে পথশিশুদের শিক্ষা লাভের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনের সুযোগ করে দেওয়া।
সংগঠনের সহ প্রতিষ্ঠাতা ও কোষাধ্যক্ষ হাবীবুর রহমান বলেন, দেশে পথশিশুরা বিশাল জনগোষ্ঠীর। তাদের মৌলিক অধিকার পূরণের লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। সরকারকেও এখানে এগিয়ে আসা উচিত।
স্ট্রিট ল্যাম্প ঢাবি শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পথশিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তাদের যাত্রা শুরু।
বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জুন ০৬, ২০১৭
এসকেবি/পিএম/আইএ