ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিতে শিক্ষাবিজ্ঞান ও  পেশাগত নীতি নিয়ে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
গণবিতে শিক্ষাবিজ্ঞান ও  পেশাগত নীতি নিয়ে কর্মশালা গণবিতে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে শিক্ষকদের “শিক্ষাবিজ্ঞান ও  পেশাগত নীতি বিষয়ে” তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলী ব্লুমস ট্যাক্সোনমি,শিক্ষণপদ্ধতি, পাঠ পরিকল্পনার মূল উপাদান ও পাঠ পরিকল্পনা তৈরির উপর প্রশিক্ষণ দেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক এতে অংশ নেন।   দ্বিতীয় ও তৃতীয় দিনে অধ্যাপক ড. এম মোজাহার আলী, অবাচনিক যোগাযোগ কৌশল, শিক্ষণ পদ্ধতিতে প্রশ্নোত্তর কৌশল, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নৈতিক নীতির উপর প্রশিক্ষণ দেবেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ পর্যন্ত চলা এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামী ২৭ জুলাই। এর আগে একই প্রশিক্ষক গত ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত একই বিষয়ের উপর আরো ৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেন।

উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু বলেনঃ “শিক্ষকদের আরো স্বয়ংসম্পূর্ণ করে তোলার জন্য আমরা সচেষ্ট। প্রতিনিয়তই বিভিন্ন বিষয়ে আমরা কর্মশালা বা ট্রেনিং এর ব্যবস্থা করছি।  শিক্ষকেরাও স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণ গ্রহণ করছেন। তাদের উন্নতি হলেই শিক্ষাব্যবস্থার উন্নতি হবে”।

বাংলাদেশ সময়:১৭৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ