ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিতের দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: আরিফ জাহান

বগুড়া: সারাদেশে ভয়াবহ বন্যা তথা উত্তরাঞ্চলের পাঁচ জেলা পানিবন্দি হয়ে পড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সাময়িক স্থগিত করার দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
 
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিম পোদ্দার, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শিক্ষার্থী মাহফুজুর রহমান, বেলাল হোসেন, রাজিব হোসেন, সোয়েব আক্তার, নাজির হোসেন প্রমুখ।


 
বক্তারা বলেন, বন্যায় মানুষ পানিবন্দি। এরমধ্যে অনার্স চতুর্থ বর্ষের অসংখ্য ছাত্রছাত্রী রয়েছেন। তাই পরীক্ষা সাময়িক স্থগিত করার দাবি জানাচ্ছি।    
 
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।