ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে অধ্যাপক ইদ্রিস আলীর জানাজা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাবিতে অধ্যাপক ইদ্রিস আলীর জানাজা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম ইদ্রিস আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে জুমা’র নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।  

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ইদ্রিস আলী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।  তিনি স্ত্রী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

তিনি ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর থেকে তিনি বিভাগে অনারারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।  

এদিকে সকালে ঢাবির এই প্রবীণ অধ্যাপকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক এ কে এম ইদ্রিস আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভাগীয় প্রশাসনিক ও একাডেমিক কাজে তার ভূমিকা বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে।  

উপাচার্য তার রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসকেবি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।