ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ৮ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
ঢাবিতে ৮ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু ঢাবিতে ৮ সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু। ছবি: শাকিল- বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রথম পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার নিমিত্তে আট সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলার পাদদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

বিডি ক্লিন ঢাকা নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

এতে সঞ্চালনা করেন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দীন।

উদ্বোধনকালে উপাচার্য আখতারুজ্জামান বলেন, আর তিন বছর পরে এ বিশ্ববিদ্যালয় শত বর্ষপূর্তি ও ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করবে। আমরা এখন যে অবস্থায় ঢাবি ক্যাম্পাসকে দেখছি সেভাবে থাকতে পারে না। আমাদের ঢাবিকে পরিচ্ছন্ন মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, আমার শিক্ষার্থীরা মেধায় সারাদেশে শীর্ষে। আমি আশা করব তারা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা করবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

শেষে উপাচার্য বিডি ক্লিনের কর্মীদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।