ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিক্টোরিয়া স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
ভিক্টোরিয়া স্কুলে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক অয়ন চৌধুরী- ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৩৭জন শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ভিক্টোরিয়া প্রাথমিক শাখার সহকারী শিক্ষিকা সেলিনা খানমের সঞ্চালনায় এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বিজয় কান্তি ভট্টাচার্য।

এছাড়াও বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক রঞ্জিত কুমার রায়, ম্যানেজিং কমিটির সদস্য গীতা গোস্বামী, সহকারী শিক্ষিকা রাজলক্ষ্মী পাল, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।

শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক, ফাইল কাভার, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
বিবিবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।