ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ‘সঞ্জীব ও রুদ্র স্মরণ’ রোববার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জাবিতে ‘সঞ্জীব ও রুদ্র স্মরণ’ রোববার ‘সঞ্জীব ও রুদ্র স্মরণ’ অনুষ্ঠানের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সঙ্গীত শিল্পী সঞ্জীব চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ আয়োজন করতে যাচ্ছে ‘সঞ্জীব ও রুদ্র স্মরণ’ ।

শনিবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সংগঠক মিখা পিরেগু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল ১৯শে নভেম্বর (রোববার) সঙ্গীতশিল্পী সঞ্জীব চৌধুরী ও কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ স্মরণে বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ আয়োজন করছে এই ‘সঞ্জীব ও রুদ্র স্মরণ’।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে সকাল ১০টা থেকে থাকছে চিত্রপ্রদর্শনী। বিকেল ৫ টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা। সংস্কৃতি সংসদের নিজস্ব পরিবেশনা ছাড়াও থাকছে ব্যান্ডদল অবান্তর, গানপিয়ন, সিনা হাসান ও বাংলা-৫ এর পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘন্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।