ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে তিন দিনব্যাপী সিএসই ফেস্টিভ্যাল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
বেরোবিতে তিন দিনব্যাপী সিএসই ফেস্টিভ্যাল ফিতা কেটে ফেস্টিভ্যালের উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ছবি: বাংলানিউজ

বেরোবি (রংপুর): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্টিভ্যাল-২০১৭’ শুরু হয়েছে। 

রোববার (১৯ নভেম্বর) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিক ভবন ২-এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। ফেস্টিভ্যালের প্রথম দিনে ‘ইনোভেশন হাব’র উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমার প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
 
উপাচার্য তার বক্তব্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের সব অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা-মনন বিকাশে এবং একইসঙ্গে সৃষ্টিশীল কাজে সহায়ক ভূমিকা রাখে।    

উদ্বোধনের পর উপাচার্য সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফটওয়্যার এক্সিবিশন পরিদর্শন করেন।
 
আয়োজনের পরের দু’দিন ২০ ও ২১ নভেম্বর কম্পিউটার গেমিং কনটেস্ট এবং অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।