ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বরিশাল বিভাগে প্রাথমিকে পাসের হার ৯৬.২২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
বরিশাল বিভাগে প্রাথমিকে পাসের হার ৯৬.২২

বরিশাল: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে শতকরা মোট পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকে বরিশাল বিভাগ পাসের হারে প্রথম স্থান অধিকার করেছে।



প্রাথমিকে মোট তালিকাভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো  ১ লাখ ৬৭ হাজার ৬৭৪ জন এবং অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ১৭২ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৪৭ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৫০৯ এবং মেয়ে ৫ হাজার ৪৩৮ জন। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৬৫ এবং ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ৬৭।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।