ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন জগলুল হায়দার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
যবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন জগলুল হায়দার

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার মনোনীত হয়েছেন।

এর আগে, ওই পদে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদের মেয়াদ শেষ হলেও তিনি চলতি দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শাহনাজ সামাদ সাক্ষরিত এক পত্রে যবিপ্রবি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

যবিপ্রবি'র রেজিস্টার প্রকৌশলী আহসান হাবীব বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে দুইজন সংসদ সদস্য মনোনীত হন। যবিপ্রবিতে সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ এবং মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য রিজেন্ট বোর্ডে সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন। তবে সম্প্রতি কাজী নাবিল আহম্মেদের মেয়াদ শেষ হওয়ায় সরকার ওই পদে জগলুল হায়দারকে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮ 
ইউজি/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।