ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)এ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে নতুন গ্রাজুয়েটদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী।
স্টামফোর্ড ইউনিভার্সিটির ১৪ টি বিভাগের অধীনে ২৬টি প্রোগ্রামে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এবার ১ হাজার ৭৭২ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হবে। এরমধ্যে পাঁচটি ফ্যাকাল্টি থেকে ৫ জন চ্যান্সেলর স্বর্ণপদক ও ২০ জন ভাইস চ্যান্সেলর পদক দেওয়া হবে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এসএম/এএটি