মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সাদিককে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) আন্দোলন চলাকালে তাকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন রহমান উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তারপর সাদিককে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়।
এরপর রাত ৯টার দিকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী নিশ্চিত করেন। কিন্তু শাহবাগ থানা থেকে তাকে সোপর্দ করার কথা স্বীকার করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
**ঢাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ককে থানায় সোপর্দ
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসকেবি/আরআর