ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দিনাজপুরে বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
দিনাজপুরে বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার 

দিনাজপুর: আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

গত বছরের তুলনায় এবার ২৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের মোট ৮ জেলার ২ হাজার ৬১৫টি বিদ্যালয়ের ১ লাখ ৮৬ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যার মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৩৬ জন ও ছাত্রী ৯১ হাজার ২৪ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৬৪ হাজার ৬২ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ২২ হাজার ৪৭৩ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৫ জন।  

এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে মোট ৮৪ হাজার ৩৬৭ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ৪৮ হাজার ৮২০ জন ছাত্র ও ছাত্রী ৩৫ হাজার ৫৪৭। মানবিক বিভাগে ৯৬ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ৮০৮ জন ছাত্র ও ৫৩ হাজার ৭৪১ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২০৮ জন ছাত্র ও ১ হাজার ৭৩৬ জন ছাত্রী রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলায় ৩৪ হাজার ৪৪৮ জন, গাইবান্ধায় ২৪ হাজার ৮৭৭ জন, নীলফামারীতে ২০ হাজার ৭৬৯ জন, কুড়িগ্রামে ২১ হাজার ১৭৫ জন, লালমনিরহাটে ১৪ হাজার ৪৫০, দিনাজপুরে ৩৮ হাজার ৪২ জন, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ৬৮৬ জন ও পঞ্চগড় জেলায় ১৩ হাজার ৪১৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

মো. তোফাজ্জুর রহমান জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার প্রশাসকের প্রতিনিধিদের কাছে পরীক্ষার প্রশ্নপত্র ও অন্য উপকরণ সরবরাহ করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।