ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝরে পড়া শিক্ষার্থীরা পেলো অনুদান, পাবে স্কুলড্রেসও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ঝরে পড়া শিক্ষার্থীরা পেলো অনুদান, পাবে স্কুলড্রেসও ঝরে পড়া ৩৪০ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের অর্থ বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ঝরে পড়া ৩৪০ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের সাড়ে ১১ লাখ টাকা বিতরণ করেছেন স্থানীয় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সহধর্মিনী আফরোজা খন্দকার লুনা।

সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা ছোট মসজিদ মাঠে শিক্ষার্থীদের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়। আগামী ফেব্রুয়ারিতে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ করা হবে বলেও ঘোষণা দেওয়া হয় এসময়।

এর আগে, গত ৮ জানুয়ারি এই ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ৪টি করে খাতা, পেন্সিল ও বক্স বিতরণ করেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইজ-২ প্রকল্পের আরবান স্লাম আনন্দ স্কুলের গলাচিপা শাখার ১৭৩ জন ও মাসদাইর শাখার দু’টি স্কুলের ১৬৭ জনকে মধ্যে এ নগদ অর্থ দেওয়া হয়েছে। প্রতি শিক্ষার্থীকে ২ হাজার ৭শ টাকা করে
দেওয়া হয়েছে।
ঝরে পড়া ৩৪০ শিক্ষার্থীদের মধ্যে বিশেষ অনুদানের অর্থ বিতরণ
শিক্ষার্থীদের অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন- আদর্শ স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ, রিচিং আউট অব স্কুল চিলড্রেন ফেইজ-২ প্রকল্পের প্রোগ্রাম সুপার ভাইজার (এনসিসি) মো. মাহফুজুর রহমান, প্রোগ্রাম সমন্বয়কারী সাহেব বিন শরীফ, প্রোগ্রাম অফিসার মো. ইয়াসিন মীর, লায়লা আক্তার, সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ করপোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ তৌফিক ইমাম, অফিসার সুমন সরকার, এওজি ক্যাশ-২ মোতালেব হোসেন সরকার, মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুলের গভনিং বডির সভাপতি সাইফুর রহমান প্রধান ও গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের গভনিং বডির সভাপতি শওকত খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা খন্দকার লুনা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, এখানে শিক্ষার্থীরা তাদের নিজের নাম স্বাক্ষর করে টাকা নিচ্ছে দেখে খুব ভালো লাগছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা সুন্দর লেখনীতে আগামীতে দেশের জন্য উজ্জ্বল ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।