ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২, চার পরিদর্শক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, ফেব্রুয়ারি ১, ২০১৮
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪২, চার পরিদর্শক বহিষ্কার

সাতক্ষীরা: সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ১৪২ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া পরীক্ষাকক্ষে ঢিলেমির অভিযোগে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার ৪১টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ২৬ হাজার ৩১৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু প্রথম দিন এসএসসি’র ৬৭জন, এসএসসি ভোকেশনালের ৭জন ও দাখিলের ৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এদিকে, জেলার তালা উপজেলার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢিলেমি করার অভিযোগে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন খাতুন, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার ঘোষ ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার রায়।

তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরপদ নন্দী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।