ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগের পিঠা উৎসব

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ঢাবিতে ছাত্রলীগের পিঠা উৎসব ঢাবিতে বিজনেস অনুষদ প্রাঙ্গণে পিঠা উৎসব/ ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজনেস অনুষদ প্রাঙ্গণে শাখা ছাত্রলীগের তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম।  

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন (প্রিন্স), অনুষদের সভাপতি বোরহান উদ্দীন, সাধারণ সম্পাদক সোলাইমান ইসলাম মুন্না প্রমুখ।

অনুষদ প্রাঙ্গণে দু’পাশে তৈরি করা হয়েছে ২২টি স্টল। স্টলগুলোতে ছিল গ্রামীণ সাজের ছোঁয়া।

স্টলগুলোর মধ্যে বরিশাল, নোয়াখালী , নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, শরীয়তপুর ও সাভারের (ঢাকা) পিঠার স্টল রয়েছে।

এসব স্টলে ভাপা, চিতই, নকশি, পুলি, পাকান, তেলে ভাজা পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে।  

পিঠা উৎসবের আয়োজন নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দীন বাংলানিউজকে বলেন, আমরা শহরে থাকি বলে গ্রামের ছোঁয়া পাই না, পেলেও খুব কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে গ্রামীণ পিঠার স্বাদ পেতে পারে তার জন্য আমাদের এ উদ্যোগ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শামীম আনোয়ার বলেন, পিঠা উৎসবে এসে বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে ধারণা পেয়েছি। বন্ধুরাসহ কয়েক ধরনের পিঠার স্বাদ নিতে পেরে ভালো লেগেছে।

আগামী বুধবার (৭ ফেব্রুয়ারি) এ পিঠা উৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।