ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাঠদানের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
পাঠদানের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে বিদ্যালয়ের নতুন সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় মনোনিবেশ করাতে হলে বিদ্যালয়ে পাঠদানের সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে শিক্ষকদের মান-সম্মত শিক্ষা দেওয়ার মধ্যমে শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, চান্দিনার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে চান্দিনা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে লেখাপড়া করে দেশ-বিদেশের বিভিন্ন দফতরে উচ্চ পদস্থ পদে দায়িত্ব পালন করেছেন অনেক শিক্ষার্থী। বিদ্যালয়টির উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বশিরুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল বাসার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, সহকারী শিক্ষক মহসিন সরকার, এমদাদুল হক, নিখিল চন্দ্র ভৌমিক, বিদ্যালয়ের দাতা সদস্য মনির খন্দকার প্রমুখ।

পরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমরানুল হক মামুন, নাজমুল হক নোমান, শহিদুল্লাহ তৌফিক, গৌতম ঘোষ, জীবন কর্মকারসহ অন্যান্যরা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তকে ফুলেল শুভেচ্ছা জানান।  

এছাড়াও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনের নেতৃত্বে স্থানীয়রা শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।