বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০টায় প্রেস কনফারন্সে এ তথ্য জানান বিএসভিইআর’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শহীদুর রহমান।
এতে জানানো হয়, এ গবেষণা সম্মেলনে ৫৪টি মৌখিক গবেষণা নিবন্ধ ও ৬১টি পোস্টার উপস্থাপন করা হবে।
বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক শহীদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবির অ্যামিরেটাস অধ্যাপক ড. আবদুসাত্তার মণ্ডল এবং বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জসিমউদ্দিন খান, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়মোহন দাস, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আইনুল হক, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্নাতক সম্পন্ন ছাত্রছাত্রী, মাঠ পর্যায়ের ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
টিএ