সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল আহমেদ তানভী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ সোসাইটি (জেইউইএস) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘আর্থ ফেস্ট-২০১৮’।
বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সহ-সভাপতি মোজাম্মেল আহমেদ তানভী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিবেশ বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষে শুক্রবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ‘আর্থ ফেস্ট-২০১৮’।
পাঁচ দিনের এ উৎসবে থাকছে- র্যালি, জাতীয় পরিবেশ বিতর্ক, ক্লিন ক্যাম্পাস ডে পালন, পরিবেশ বান্ধব ও সৃজনশীল পোস্টার কম্পিটিশন, কুইজ প্রতিযোগিতা, কেস প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে আর্থ ফেস্টের উদ্বোধন করবেন সংগঠনটির উপদেষ্টা পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আর্থ সোসাইটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, আইটি সম্পাদক সপ্তর্ষি আহসান মীম, সদস্য কাজী মো. মাছুম, খালিদ সাইফুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।