শুক্রবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান এ কর্মশালার উদ্বোধন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এন্টিবায়োটিক ফ্রি ব্রয়লার প্রোডাকশন ইউজিং ডিফারেন্ট মেডিসিনাল প্লান্টস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগ।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
আরবি/