শুক্রবার (২৩ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘২০২০ নাগাদ এনরোলমেন্ট অর্জনে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তির উন্নয়ন করা সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে, শিক্ষার মান বেড়েছে, মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা এক ভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত মতামত ও টেকনোলজি পরিবর্তনের কারণেই তা বেড়ে ১৪ শতাংশে উন্নীত হয়েছে। এটি ২০২০ সাল নাগাদ ২০ শতাংশে উন্নীত করার প্রচেষ্টা সরকারের রয়েছে।
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবার এ সরকারকে ক্ষমতায় রাখা দরকার বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
কারিগরি বিভাগের শিক্ষা সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কারিগরি শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিশিষ্ট অ্যাডভোকেট শফিকুল হোসেন বক্তৃতা করেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এসএস/এএ