মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
রাশেদ খান বলেন, আমরা গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সচিবালয়ে আলোচনা করে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম।
আন্দোলনে সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ থাকবে এবং আজ থেকে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কথাও তিনি জানান।
তিনি বলেন, আমরা যখন গতকাল সচিবালয়ে আলোচনা করছিলাম, তখনই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেছেন এ আন্দোলনের সঙ্গে জড়িতদের মধ্যে ৮০ শতাংশ নাকি রাজাকারের বাচ্চা। তার এ বক্তব্যের নিন্দা জানাই এবং প্রত্যাহারের দাবি জানাই।
তিনি আরও বলেন, আজ অর্থমন্ত্রী বলেছেন যে, এই বাজেটের আগে কোটা সংস্কার সম্ভব নয়। এতে বোঝা যায়, সরকার আমাদের এক মাসের আশ্বাস দিলেও তারা এই সংস্কার করতে চায় না। তাই আমরা এখন সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাস্তা ছাড়বো না।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএসি/এসএইচ